Segumpal Darah
surah
Al-'Alaq
96

۟ۚ

পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,

— Taisirul Quran

۟ۚ
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।

— Taisirul Quran

۟ۙ
পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।

— Taisirul Quran

۟ۙ
যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,

— Taisirul Quran

۟ؕ
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না,

— Taisirul Quran

۟ۙ
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে,

— Taisirul Quran

۟ؕ
কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে,

— Taisirul Quran

۟ؕ
নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।

— Taisirul Quran

۟ۙ
তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে,

— Taisirul Quran

۟ؕ
এক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে?

— Taisirul Quran

Notes placeholders