破裂
古兰经
Al-Infitar
82

۟ۙ

যখন আসমান ফেটে যাবে,

— Taisirul Quran

۟ۙ
যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,

— Taisirul Quran

۟ۙ
সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,

— Taisirul Quran

۟ۙ
যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,

— Taisirul Quran

۟ؕ
তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।

— Taisirul Quran

۟ۙ
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?

— Taisirul Quran

۟ۙ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।

— Taisirul Quran

۟ؕ
তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।

— Taisirul Quran

۟ۙ
না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;

— Taisirul Quran

۟ۙ
অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;

— Taisirul Quran

Notes placeholders