星宿
古兰经
An-Najm
53

۟ۙ

শপথ তারকার যখন তা অস্ত যায়,

— Taisirul Quran

۟ۚ
তোমাদের (মাঝে ছোট থেকে বড় হয়েছে সেই) সঙ্গী গুমরাহও নয় আর ভুলপথে পরিচালিতও নয়,

— Taisirul Quran

۟ؕ
আর সে মনগড়া কথাও বলে না।

— Taisirul Quran

۟ۙ
তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়,

— Taisirul Quran

۟ۙ
তাকে শিক্ষা দেয় শক্তিশালী,

— Taisirul Quran

۟ۙ
প্রজ্ঞার অধিকারী (জিবরাঈল) সে নিজ আকৃতিতে স্থির হয়ে ছিল,

— Taisirul Quran

۟ؕ
আর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে,

— Taisirul Quran

۟ۙ
অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে,

— Taisirul Quran

۟ۚ
ফলে [নবী (সাঃ) ও জিবরাঈলের মাঝে] দুই ধনুকের ব্যবধান রইল অথবা আরো কম।

— Taisirul Quran

۟ؕ
তখন (আল্লাহ) তাঁর বান্দাহর প্রতি ওয়াহী করলেন যা ওয়াহী করার ছিল।

— Taisirul Quran

Notes placeholders