Gugusan Bintang
surah
Al-Buruj
85

۟ۙ

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের

— Taisirul Quran

۟ۙ
আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,

— Taisirul Quran

۟ؕ
আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ

— Taisirul Quran

۟ۙ
ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা

— Taisirul Quran

۟ۙ
(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,

— Taisirul Quran

۟ۙ
যখন তারা গর্তের কিনারায় বসে ছিল

— Taisirul Quran

۟ؕ
আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল

— Taisirul Quran

۟ۙ
তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।

— Taisirul Quran

۟ؕ
আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।

— Taisirul Quran

۟ؕ
যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।

— Taisirul Quran

Notes placeholders