The Courser
Surah
Al-'Adiyat
100

۟ۙ

শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,

— Taisirul Quran

۟ۙ
অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,

— Taisirul Quran

۟ۙ
অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,

— Taisirul Quran

۟ۙ
আর সে সময় ধূলি উড়ায়,

— Taisirul Quran

۟ۙ
অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),

— Taisirul Quran

۟ۚ
বস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ।

— Taisirul Quran

۟ۚ
আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।

— Taisirul Quran

۟ؕ
আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।

— Taisirul Quran

۟ۙ
সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,

— Taisirul Quran

۟ۙ
আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,

— Taisirul Quran

Notes placeholders